আমার সম্পর্কে
প্রবল কন্ঠস্বরের নিচে যে ক্ষীণ স্বর চাপা পড়ে গেছে এতদিন কিংবা যে স্বর কখনই শোনা যায়নি অথবা যে স্বরের অনুরণন খুব কমই ঘটেছে, এমন স্বরের মিছিলে ক্ষুদ্রতম স্বর হিসেবে আমি নিজেকে যুক্ত করতে চাই। কিংবা এ ধরণের ক্ষীণ স্বরে এমন কতগুলো স্বর যোগ করতে সহায়তা করতে চাই, যেগুলো মিলিতভাবে আওয়াজ তুললে ক্ষীণ স্বরের প্রাবল্য থাকবে চিরকাল।
একই সাথে ক্ষীণ স্বরগুলোর সম্মিলত স্বরের একজন ক্ষুদ্র স্বর হয়ে প্রবল কন্ঠস্বরের দিকে কন্ঠ উঁচিয়ে বলতে চাই যে, আমাদেরও কিছু বলবার আছে। জানাবার আছে। শোনাবার আছে।
আমার বলার শুরু মূলত এগুলোকে ঘিরে.....!
0 Comments